সখীপুরে লেবু চাষীকে আহত করে লেবু চুরি, থানায় অভিযোগ

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল সখীপুর উপজেলাধীন শোলাপ্রতিমা পূর্ব পাড়া মৃত ইমান আলী শিকদারের ছেলে মো. ইকবাল হোসেন নামক লেবু চাষীকে আহত করে লেবু চুরি, সখীপুর থানায় অভিযোগ দায়ের। রবিবার (২৪ মার্চ) সরোজমীনে গিয়ে চাক্ষুস সাক্ষীগণের নিকট জানা যায় গত ১৭ তারিখে অর্থাৎ ১৭ মার্চ সন্ধ্যায় এফতারের পর এক একরের অধিক জায়গায় লেবু বাগানে পানি দিতে গেলে কয়েকজনকে লেবু চুরি করতে দেখে ফেলায় চোরচক্র লেবুচাষী ইকবালকে একাপেয়ে লাঠিপেটা করে চার বস্তা লেবু নিয়ে পালিয়ে যায়। আহত ইকবালের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে চোরচক্রকে দৌঁড়িয়ে পালিয়ে যেতে দেখে ও আহত ইকবালকে চিকিৎসার জন‍্য সখীপুর নিয়ে যাওয়া হয়। চাক্ষুস সাক্ষীগণের বর্ণনামতে একই গ্রামের জব্বরের জামাতা (ঘরজামাই) আওলাদ, জব্বরের ছেলে জামির, জব্বরের ছেলে জলিল, শাকিল ও আরো অজ্ঞাত ব‍্যক্তি ঘটনাটি ঘটিয়েছে। এ ব‍্যাপারে সখীপুর থানার এস আই মো. কবির লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জমির মালিক মো: রেজাউল অসহায় সম্বলহীল হৃতদরিদ্র ইকবালকে এ বিশাল বাগান আবাদ করে পরিবার-পরিজন নিয়ে কোন রকমে জীবন যাপন করতে দিয়েছেন। অসহায় – দরিদ্র ইকবালের সুচিকিৎসাসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ তাদের দাবী। প্রশাসনের নিকট ন‍্যায় বিচার দাবী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *