দৈনিক তালাশ.কমঃ শনিবার (২৩ মার্চ) দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার।
তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউছিয়া মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।