দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দা উপজেলায় বেয়াইয়ের ছুরিকাঘাতে আজিবর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বেয়াই দেলোয়ার হোসেনকে (৪৮) স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিবর ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে। পরিবারের অমতে তারা ভালোবেসে বিয়ে করেন। এ কারণে বিয়ের পর থেকে উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগে ছিল। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা ছুরি নিয়ে আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেন। এতে আজিবর জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।