না:গঞ্জে তাতীঁ লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক তালাশ.কমঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে বনাঢ্য মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগ । বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  শহরের দুই নং রেলগেইটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আহবায়ক  চৌধুরী  এইচএম ফারুক সাহেদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। মহানগর তাঁতী লীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলম , যুগ্ম আহবায়ক  মুকুল হোসেন রাসেল, তাতীলীগ নেতা আলামিন টিটু,মোঃ জামান সহ তাতী লীগের অন্যান্য  নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *