দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন সল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে আলমের মোটরসাইকেলের গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এলাকাবাসী ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট এর ফলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে আলমের মোটরসাইকেলের গ্যারেজ সর্বাধিক ক্ষতিগ্রস্ত। কাষ্টমারের ৮ মোটরবাইক মেরামত করার জন্য গ্যারেজে ছিল তা সবকয়টি পুঁড়ে কয়লা। অন্যান্যদের মধ্যে আছে। মোবাইলের দোকান, মিষ্টির দোকান ও হোটেল। প্রায় একঘন্টা ফায়ার সার্ভিসের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন মোঃ আতোয়ার রহমান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ৪টি দোকানে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত।