দৈনিক তালাশ.কমঃ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ),ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) মাহবুবুর রহমান এর একটি চৌকষ টিম জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-১৭, তারিখ-১৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা- ১৭০/১৭১/৩৬৪/৩৪২/৩৮৫/৩৮৬/৩৯৪/৩৪ পেনাল কোড, ডিবি পুলিশের পোষাক পরিধান করতঃ নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়া অপহরন, অবৈধ আটক, চাদা দাবি ও আদায় সহ সাধারন আঘাত করিয়া দস্যুতা সংগঠনের অপরাধ এর পলাতক আসামীর সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে সিএনজির নাম্বার সনাক্তের মাধ্যমে সিএনজি চালকের সন্ধান পান এবং তার কথা মত ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্থা আল-মদিনা হোটেলের সামনে ফুটপাতের উপর থেকে ৩ (তিন) জনকে আটক করেন। ০১নং আসামী লুকমান হোসেন এর নিকট হইতে (ক) প্লাস্টিকের তৈরী খেলনা ওয়াকিটকি, (খ) ০১(এক) জোড়া স্টিলের তৈরী হ্যান্ডকাপ, (গ) নগদ ১৬,০০০/- (ষোল হাজার) টাকা। ২নং আসামী মোঃ গোলাম হোসেন এর নিকট হইতে পুলিশের ব্যবহারি একটি সিগন্যাল লাইট, (খ) নগদ ৭,০০০/- (সাত হাজার) টাকা। ৩নং আসামী মোঃ হাবিবুর রহমান (বাবু) নিকট হইতে (ক) ০২ (দুইটি) খাকি রংগের ডিবি পুলিশের পোষাক, (খ) নগদ ১৭,০০০/- (সতের হাজার) টাকা। পাইয়া ইং-১৪/০৩/২০২৪ তারিখ সকাল ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করেন।
আসামীদের নাম ঠিকানা ও পিসিপিআর
গ্রেফতারকৃত আসামী ০১। হাবিবুর রহমান বাবু (৪৫), পিতা-মৃত ইসমাইল হাওলাদার, মাতা- মৃত আনজুমান নেছা, সাং- সংগ্রামবীর, থানা-লোহজং, জেলা-মুন্সিগঞ্জ।
উক্ত আসামী এর বিরুদ্ধে ডিএমপি এর গেন্ডারিয়া থানার মামলা নং-১/২১২, তারিখ-০৩ অক্টোবর, ২০২০; ধারা-১৭০/৪২০ পেনাল কোড ১৮৬০; এজাহারে অভিযুক্ত/ বিবাদী রহিয়াছে।
০২। লুকমান হোসেন (৬৩), পিতা- মৃত আব্দুল মান্নান সরদার, মাতা-মৃত মমতাজ বেগম সাং- করনহোগলা থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর,
উক্ত আসামী এর বিরুদ্ধে লোহজং থানার মামলা নং-১০/২২৪, তারিখ-০৯ সেপ্টেম্বর, ২০১৯: দ্বারা-১৭০/৩৮৫/৩৪ পেনাল কোড ১৮৬০: এজাহারে অভিযুক্ত/ বিবাদী রহিয়াছে।
০৩। মোঃ গোলাম হোসেন (৩৫), পিতা- আবুল হাসেম, মাতা-মোসাঃ গোলাপি বেগম, সাং-কনেশ্রী বিল পাড়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা। উক্ত আসামী এর বিরুদ্ধে কোন পিসিপিআর নাই।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে জব্দকৃত আলামত
১) প্লাস্টিকের তৈরী খেলনা ওয়াকিটকি ০১ টি ।
২) ০১ (এক) জোড়া স্টিলের তৈরী হ্যান্ডকাপ।
৩) পুলিশের ব্যবহারিক একটি সিগন্যাল লাইট।
৪) ০২ (দুই) টি খাকি রংগের ডিবি পুলিশের পোষাক।
৫) নগদ মোট-৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।
৬) বিভিন্ন সংবাদপত্রের ০৪ (চার) টি আইডি কার্ড।