দৈনিক তালাশ.কমঃঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকার এসআই (নিঃ) অপূর্ব দত্ত এর একটি চৌকষ টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন ইং-১১/০৩/২০২৪ তারিখ রাত ২২ ৫০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পশ্চিম ব্রাহ্মনকিত্তা সাকিনস্থ আসামী মোঃ তানভীর হোসেন রাহাত (৩২) এর বসত বাড়ীর শয়ন কক্ষ আসামী মোঃ তানভীর হোসেন রাহাত (৩২), পিতা-মোঃ আসলাম, মাতা-হালিমা বেগম, সাং- পশ্চিম বাহ্মনকিত্তা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর দেখানো ও হেফাজত হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে (ক) ০১ (এক)টি সাব মেশিন কারবাইন (এসএমসি) নামীয় আগ্নেয়াস্ত্র, (খ) ম্যাগজিনে (০৪ (চার) রাউন্ড তাজা গুলি সহ) (গ) ০১ (এক) টি রিভলবার নামীয় আগ্নেয়াস্ত্র জব্দ করেন।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখা উত্তর এ বিশেষ অভিযান চলাকালীন এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম দের একটি চৌকষ টিম সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গত ১১/০৩/২০২৪ খ্রি. তারিখ ১৯.৪০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা হইতে আসামী ১. মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-আঃ মালেক, মাতা-লাভলী আক্তার, সাং-মধ্যকৃষ্ণপুর (রাজীবপুর), পোঃ-কৃষ্ণপুর, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ এ/পি-রাজাশন, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা কে ০১ টি 7.65 পিস্তল এবং ০২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করেন উক্ত আসামীকে ধৃত করিয়া জিজ্ঞাসাবাদে সে অপরাধ সংঘটনের জন্য অবৈধ উদ্দেশ্যে উক্ত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। পিসিপিআর যাচাইপূর্বক দেখা যায় আসামী মোঃ মেহেদী হাসান (২৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে দুটি মাদক মামলা রয়েছে।