আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দি জামাল এন্ড কোং এর বর্ণিল আয়োজন

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করার পর থেকে ধীরে ধীরে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা শুরু হয়। ইন্সপায়ার ইনক্লুশন প্রতি পাদ্যে ৮ মার্চ বিশ্ব জুড়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪।

অন্যান্য বছরের ধারাবাহিকতায়, বাংলাদেশেও বিভিন্ন আয়োজন ও উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এদিবস উদযাপন করা হচ্ছে। এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে *নারায়ণগঞ্জ* শহরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান‘ দি জামাল এন্ড কোং’ মাঠ পর্যায়ে কর্মরত নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। যার মধ্যে ছিল আলোচনা সভা, ব্যবসায় বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণেরও পর গুরত্ব¡ দিয়ে নারীদের পথচলাকে আরও সুগম করতেই এসব কর্মসূচি গ্রহণকরাহয়। ১০ই মার্চ, ২০২৪ অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় একটি আলোচনা সভার মধ্য দিয়ে ।

পেশাগত ক্ষেত্রে’ জেন্ডার বৈষম্য নিরসন’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব কাসেম জামাল, ব্যবস্থাপনা অংশীদার, দি জামাল এন্ড কোং, জনাবা সোনিয়া জাহান, সহকারী মহা ব্যবস্থাপক এবং শাখা প্রধান, পূবালী ব্যাংক, শিবু মার্কেট শাখা। জনাবা হালিমা বেগম, প্রধান শিক্ষক, আমলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায় ক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিত করণ, ও দেশের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয় তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়াও, পেশা গত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার ও তাদের আর ও দক্ষ করে তুলতে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় নারী ক্ষুদ্র উদ্যোক্তারা এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

আয়োজনের সবশেষে নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্যে ‘অগ্রণী’ পুরস্কার প্রদান করা হয়। ‘নারী উদ্যোক্তা’ শ্রেণিতে জনাব/জনাবা খুশী বেগম ও জনাব/জনাবা মর্জিনা বেগম এবং ‘নারীর ক্ষমতায়নে অবদান’ শ্রেণিতে জনাব/জনাবা সাকিলা আক্তার ও জনাব মমতাজ বেগমকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশিদার সিদ্দিক জামাল।

অনুষ্ঠান শেষে বিশ্ব নারী দিবস উপলক্ষে দি জামাল এন্ড কোং এর ব্যবস্থাপনা অংশীদার কাসেম জামাল বলেন নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষে নারীদের পুরুষদের পাশাপাশি তাদের মুল্যায়ন করতে হবে। নারীরা সমাজ ও দেশ উন্নয়নে অগ্রনী ভুমিকা রেখে চলছে। তিনি বিশ্ব নারী দিবেসে সকল নারীদের প্রতি দি জামাল এন্ড কোং এর পক্ষ হতে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *