দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ আনোয়ার হোসেনের ৭১তম জন্মদিন উপলক্ষে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (৮ই মার্চ) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জহির আহম্মেদ ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে আনোয়ার হোসেন আসন্ন রমজানকে সামনে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান।
২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও আওয়ামী লীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী’র সার্বিক সহযোগিতায় এসময় শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালু, মোঃ আলী হোসেন, মোঃ মুহিদ জাফরি ও মোঃ সেলিম হাসান সহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।