দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মন্দির শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ ঠাকুরবাড়ী (আখড়াবাড়ী) এর ২০২৪ নবনির্বাচিত ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির প্রথম সভা সন্ধ্যা সাড়ে ৭:০০ টায় আখড়াবাড়ী মন্দিরের অফিস কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি বাবু পরিতোষ সাহা সভায় ও দপ্তর সম্পাদক সুবলচন্দ্র মন্ডল সহ ২৫ জন কমিটির বিশিষ্ট উপস্থিত হয়ে “রাধা-গোবিন্দ কমপ্লেক্স” ভবনের অসমাপ্ত নির্মাণ কাজ, হরিবাসরসহ বেশ কিছু উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং শিব রাত্রির ব্রত পালন সিদ্ধান্ত গৃহীত হয়।