দৈনিক তালাশ.কমঃআজ মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় নকশাবহির্ভূত ভবন নির্মাণের অপরাধে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা ওইসব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এ ছাড়া বাড়ির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বাড়ির মালিকেরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানের সময় রাজউকের অথরাইজ অফিসার মো. সাইফুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল।