বাংলার রাজনীতিবিদ তৌফিক ইমাম এর আজ প্রনয় দিবস

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকারঃআজ হোসেন তৌফিক ইমাম (১৫ জানুয়ারি ১৯৩৯ – ৪ মার্চ ২০২১) এর প্রয়াণ দিবস। তিনি ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। । তিনি সচরাচর এইচ. টি. ইমাম নামে পরিচিত, একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা হয়েও ১৯৭১-এ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারপরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়। তিনি একজন সুবক্তা ও সুলেখক। বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিচালনা বিষয়ে তার কয়েকটি গ্রন্থ রয়েছে। তিনি ২০২১ সালের আজকের দিনে ৮২ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *