দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহাসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি: কালিহাতীতে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপিত। শুক্রবার (১ মার্চ) কালিহাতী উপজেলা কনফারেন্স রুমে সকাল ১১ টায় জাতীয় বীমা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) রিফাত বিন সাদিক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ নামে খ্যাত আল্লাহ ওয়ালা মানব দরদী আলহাজ্ব আনসার আলী বিকম। প্রটেকটিভ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এজেন্সি ডিরেক্টর মো: আবুল কাশেমসহ ডেল্টা লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, প্রাইম লাইফ ইন্সুরেন্স ও বেঙ্গল লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।