পবিত্র শবে বরাত নিয়ে আব্দুস সালামের কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক তালাশ.কমঃ মোঃ রতন মিয়া : অদ্য ০১ মার্চ, ২০২৪ইং শুক্রবার বাদ জুম্মা ভিক্টিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইট ফাউন্ডেশন এর উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সংলগ্ন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কর্তৃক “পবিত্র শবে বরাতের রাতে মসজিদে না গিয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো” এর কু-রুচিপূর্ণ বক্তব্যবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিয়ারা নূরুল্লাহ্ বাইতুল্লাহ্ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের চেয়ারম্যান লেঃ কর্নেল শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুন্সি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম রসুল রনি, যুগ্ম দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন, মোঃ শরীফ মিয়া প্রমুখ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- মোঃ হাবিবুর রহমান, সৈয়দ তৈহিদুল আলম সুমন, সৈয়দ মুস্তফা শাহ্রিয়ার (রাফি), মোঃ তানবির হোসেন, মোঃ হাসান মিয়া, মোঃ আউলাদ হোসেন, মোঃ মিনহাজ আহমেদসহ অন্যান্য সদস্যগণ।
শবে বরাত নিয়ে এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তরা বলেন, পবিত্র শবে বরাত প্রসঙ্গে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ যা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম হৃদয়ে চরম আঘাত। এমন বক্তব্যের জন্য আকরামুজ্জামান বিন আব্দুস সালামকে অনুতপ্ত হয়ে জাতির নিকট ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত করেন ডিয়ারা নূরুল্লাহ্ বাইতুল্লাহ্ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *