দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলাধীন বাঘেরবাড়ি কাঁকড়াজান উচ্চ বিদ্যালয় এর নিয়োগ বাণিজ্যের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বাঘের বাড়ীস্থ পুরাতন ১ নং কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের বারান্দায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বারান্দার সম্মুখে এলাকাবাসির উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার ও হেলাল উদ্দিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ খাইরুল বাশার, সরকারি সাদ’ৎ কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, পল্লী চিকিৎসক মোঃ মনসুর আলী, সমাজসেবক ও অভিভাবক সদস্য বাদশা আলমগীর, মোঃ মফিজ উদ্দিন মাস্টার, মোঃ আনিসুর রহমান সাবেক মেম্বার, বাঘের বাড়ি উদয়ন যুব সংঘের সভাপতি কাওছার সরকার, মোঃ আমির হোসেন সাবেক মেম্বার, হেলথ এসিস্ট্যান্ট মো: লোকমান হোসেন, অবসর প্রাপ্ত ও সেনাবাহিনী আমিনুল ইসলাম সোনালী, অবসরপ্রাপ্ত বিডিআর আবু আশরাফ, কাকরাজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল সামাদ শিকদার, ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মতিউর রহমান, আবু কায়সার সরকার, আব্দুল গফুর, আমির হোসেন মেম্বার, কাঁকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সাজু প্রমূখ। উল্লেখ্য সম্প্রতি একজন প্রধান শিক্ষক ও তিনজন তৃতীয় শ্রেণীর কর্ম কর্মচারী নিয়োগ এ তদানিন্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়েব আল মামুন ও সভাপতি এফ এম এ সালামের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।