বেনাপোল থানা পুলিশ কর্তৃক ১ কেজি গাঁজা ৫ বোতল ফেন্সিডিল ৫০ পুরিয়া হিরোইন সহ গ্রেফতার ৩

দৈনিক তালাশ.কমঃযশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে ইং-২৩/০২/২০২৪ তারিখ বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং ঘিবা সাকিনস্থ পলাতক আসামী মোঃ বিসে আলী (২৮) এর বসত বাড়ির সমনে গলি রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ জাফির হোসেন (৩৩), পিতা-মোঃ মোশারেফ হোসেন, মাতা-মোছঃ মর্জিনা খাতুন ,স্থায়ী: গ্রাম- কূলপালা, থানা- শার্শা, জেলা –যশোর এর কাছ থেকে ০১ কেজি গাঁজা, মূল্য-৪০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামস্থ খলশী বাজার সংলগ্ম ভাটার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আল মামুন (২৫), পিতা-মোঃ মোফাজ্জেল হোসেন, মাতা-ফাহিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- অগ্রভুলট, থানা- শার্শা, জেলা –যশোর এর কাছ থেকে ০৫ বোতল ফেন্সিডিল, সর্বমোট ওজন-৫০০ মিঃ লিঃ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা এবং বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে মোঃ রিয়াজুল ইসলাম (৪০), পিতা-মৃত হামিদ ‍মুন্সি ,স্থায়ী: গ্রাম- সাদিপুর (মধ্যপাড়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর এর কাছ থেকে সর্বমোট ৫০ পুরিয়া হেরোইন, ওজন-০৫ গ্রাম কাগজসহ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা উদ্ধার করে থানায় হাজির হয়ে পৃথক পৃথক এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে তিনটি মাদক রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরু্দ্ধে একাধীক মাদক মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদের অদ্য ইং ২৪/০২/২০২৪ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *