পাংশা থানা পুলিশ কর্তৃক রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার ১জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃগত ০৮/০২/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকা হতে ০৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় পাংশা থানাধীন পাট্টা সাকিনস্থ দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা (৩০)কে খুন হয়। এ সংক্রান্তে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানার মামলা নং-১১,তারিখ-১০/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র)/ দিপংকর কুন্ডু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামী ১। মোঃ শিহাব শেখ (৪৫) পিতা-হেকমত আলী শেখ, সাং-বাজেয়াপ্ত বাগলী, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করে এবং জড়িত অপরাপর আসামীদের নাম প্রকাশ করে। অদ্য ইং ২৪/০২/২০২৪ তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামী মোঃ শিহাব শেখ বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে এবং অপরাপর আসামীদের নাম প্রকাশ করে ফৌঃ বিঃ ১৬৪ ধারায় মতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *