পাংশা থানা পুলিশের অভিযানে মোবাইল ১টি কার্তুজসহ ১টি ওয়ান শুটারগান সহ গ্রেফতার ২

দৈনিক তালাশ.কমঃ১৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন ডন মোড় হতে মোঃ আব্দুল্লাহ (২৮), পিতা- মকবুল মন্ডল, উভয় সাং- বহলাডাঙ্গা মধ্যেপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী নামের একজন ছিনতাইকারী ভ্যান চালক জানে আলম (২১) পিতা-মৃত আলাউদ্দিন সেখ, মাতা-রহিমা খাতুন, সাং-কলিমহর, ডাকঘর-কলিমহর, ইউপি-কলিমহর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে নাওড়া বনগ্রাম যাওয়ার কথা বলে ভাড়া করে।ছিনতাইকারী আব্দুল্লাহ ভ্যান চালক জানে আলমকে নিয়ে পাংশা থানাধীন নাওড়া বনগ্রাম সাকিনস্থ জনৈক সাধন চন্দ্র মন্ডল (৫০), পিতা- রাধানাথ মন্ডল এর ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে মোঃ সবুজ হোসেন (২৭), পিতা-মোঃ সিরাজ মন্ডল, মাতা-সাজেদা, নানা-মোহাম্মদ আলী কেলে, সাং- বহলাডাঙ্গা মধ্যেপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী তার সাথে যোগ দিয়ে ভ্যান চালক জানে আলমকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে এবং হাত-পা বেধে তার নিকট থাকা একটি TECNO SPARK এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৩,০০০/- (তের হাজার) টাকা জোর পূর্বক ছিনাইয়া নিয়া দৌড়ে পালিয়ে যায়।জানে আলমের শোরচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করলে ছিনতাইকারীরা তাদের নিকট থাকা আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখে পাংশা থানাধীন হাট বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্থ জনৈক স্বরজিৎ মন্ডল (৪২), পিতা- মৃত মহাদেব মন্ডল এর বসত বাড়ীতে পালিয়ে যায়।সংবাদ পেয়ে পাংশা মডেল থানার এসআই(নিঃ)/ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ ১৪:৫০ ঘটিকার সময় পাংশা থানাধীন হাট বনগ্রাম পূর্বপাড়া সাকিনস্থ জনৈক স্বরজিৎ মন্ডল (৪২), পিতা- মৃত মহাদেব মন্ডল এর বসত বাড়ী হইতে স্থানীয় জনগনের সহায়তায় আসামী ১। মোঃ সবুজ হোসেন (২৭), পিতা-মোঃ সিরাজ মন্ডল, মাতা-সাজেদা, নানা-মোহাম্মদ আলী কেলে, ২। মোঃ আব্দুল্লাহ (২৮), পিতা- মকবুল মন্ডল, উভয় সাং- বহলাডাঙ্গা মধ্যেপাড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী দ্বয়কে গ্রেফতার করেন। ভিকটিম জানে আলম (২১) এর লুন্ঠিত একটি TECNO SPARK এ্যান্ড্রোয়েট মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ১৩,০০০/- (তের হাজার) টাকা আসামী মোঃ সবুজ হোসেন (২৭) এর নিকট হইতে উদ্ধার করেন।দস্যুতা সংঘটনের সময় ব্যবহৃত অস্ত্র-গুলি সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীদ্বয় ১৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন হাট বনগ্রাম পূর্বপাড়া সাকিনে জনৈক রেজাউল মন্ডল (৪৫), পিতা-মৃত দানেজ আলী মন্ডল, সাং-বিলপদুমদিয়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী এর আম বাগানের মাঝ বরাবর দক্ষিণপার্শ্বে ঝোপঝাড়ের মধ্যে তাহাদের লুকিয়ে রাখা ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান এবং ০১ (এক) টি সবুজ রংয়ের তাজা কার্তুজ নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করেন।অবৈধ অস্ত্র-গুলি নিজ দখলে রাখিয়া দস্যুতা সংঘটনের অপরাধে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক দুইটি নিয়মিত মামল রুজু করা হয়েছে। ধৃত আসামী মোঃ আব্দুল্লাহ এর বিরুদ্ধে একটি মারামারি মামলা আছে।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *