দৈনিক তালাশ.কমঃ অদ্য ১৮.০২.২০২৪ খ্রি. তারিখে জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ নারায়নগঞ্জ এলাকায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব, আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে অবৈধ গ্যাস লাইন – উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে জালকুড়ি মধুগড় এলাকার প্রায় ৫০০ বাড়িঘরের অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। যেখানে প্রায় ১৫০০ অবৈধ চুলায় গ্যাস ব্যবহার হয়।
উক্ত কাজের – সময় অবৈধ ভাবে স্থাপিত ১”ডায়া ৫০০ ফুট বিতরণ লাইন, ১২০০ ফুট ৩/৪” ডায়া অবৈধ সার্ভিস লাইন স্থায়ীভাবে কিল করা হয়। এলাকার রাস্তাগুলো RCC ঢালাই হওয়ায় অবশিষ্ট পাইপ জব্দ করা যায় নাই।উক্ত অভিযানে জোবিঅ-নারায়নগঞ্জের ব্যবস্থাপক প্রকৌ. মোস্তাক মাসুদ মোঃ ইমরান, ব্যবস্থাপক প্রকৌ. মোঃ আবু সুফিয়ান সহ সকল উপব্যবস্থাপক, সহ প্রকৌশী সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।