দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি :টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাগুটিয়া ফকির বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাগুটিয়া ফকির বাড়ি জামে মসজিদের সভাপতি মো. আরমান আলী ফকির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউপি সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহআলম। উক্ত মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফয়সাল আহমদের পরিচালনায় প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকার উত্তরা হযরত আবুবকর (রাঃ) জামে জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ আল হুসাইনী, ২য় বক্তা কালিহাতীর খিলদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুল হোসেন ও ৩য় বক্তা বাগুটিয়াস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামছুল হক মূল্যবান বয়ান করেন। যথাযথ পর্দায় মহিলাদের ওয়াজ শোনার সু-ব্যবস্থা থাকায় অসংখ্য মা-বোন উপস্থিত ছিলেন।