ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন

 দৈনিক তালাশ.কমঃ [POLICE MEDIA CELL NAOGAON][DATE-18-02-2024]চাকুরি নয়, সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর তৃতীয় দিন অনুষ্ঠিত হয় । নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের সভাপতিত্বে ও দিক-নির্দেশনায়

এবং নিয়োগ কমিটির সদস্যদের সমন্বয়ে ০৩ টি ইভেন্টের (১৬০০ মিটার দৌড়, ড্রা‌গিং ও রোপ ক্লাই‌ম্বিং) মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *