ডিবি যশোরের অভিযানে ২২০ পিস ইয়াবা ৩০ বোতল ফেন্সিডিল ১টি ইজিবাইক সহ গ্রেফতার-৪

দৈনিক তালাশ.কমঃঅভিযান-০১ (১৩ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম এএসআই(নিঃ)/ নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত ২১.৩৫ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন ১০ নং শার্শা ইউনিয়নের শার্শাস্থ যশোর টু বেনাপোল গামী সড়কের পাশে আসাদুজ্জামান বাবলু মার্কেটের মোঃ রফিকুল এর দর্জির দোকানের সামনে হতে আসামী ১। মোঃ মিলন হোসেন(৩৫), পিতা-মোঃ সোলায়মানা হোসেন, মাতা-জাহানারা খাতুন, সাং-লাউতাড়া ঢালিপাড়া, ২। মাসুদ হাসান রিপন (৩০), পিতা-মোঃ মির্জা আহম্মেদ, মাতা-ফরিদা বেগম, সাং-লাউতাড়া মাঝেরপাড়া, উভয় থানা-শার্শা, জেলা-যশোর দ্বয়কে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৬৬,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২
(১৪ ফেব্রুয়ারী ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এসআই(নিঃ)/কাজী আব্দুল মান্নান,, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌ‘১কস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৩.৪০ ঘটিকার সময় চৌগাছা থানাধীন হুদা চৌগাছা গ্রামস্থ আসামী মোঃ ইকবল হোসেন (৩৫) এর বাড়ীর সামনে চৌগাছা টু দিঘলসিংহ গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ ইকবল হোসেন (৩৫), পিতা-মৃত নুর ইসলাম, ২। মোছাঃ পান্না খাতুন (২৮), স্বামী-ইকবল হোসেন, উভয় সাং-হুদা চৌগাছা, জেলা-যশোর দ্বয়কে ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ৯০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *