নীলফামারীর জলঢাকা থানায় ১৩৫ বোতল ফেনসিডিল সহ ২ জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ জলঢাকা পৌরসভার বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকা হতে গতকাল ১২/০২/২৪ সময় রাত ০৯.৪৫ ঘটিকার সময় আসামী ০১। মো: ইসমাইল হোসেন বাবু (২৪) পিতা-মোঃ আতিয়ার রহমান সাং-পূর্ব চিকনমাটি (কমিশনার পাড়া)

থানা- ডোমার ওপর আসামী ০২/মোঃ মুন্না ইসলাম(২২) পিতাঃ-আঃ মোতালেব হোসেন গ্রাম-পেট্রোল পাম্প (ডাওয়াইপাড়া)থানা-জলঢাকা জেলা নীলফামারীদ্বয় কে ১নং আসামীর ভাড়া বাসা হইতে ১৩৫ (একশতপয়ত্রিশ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। যাহার মূল্য অনুমান ২,০২৫০০/= হাজার টাকা । উক্ত আসামি দ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১২ তারিখ ১৩/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *