ইন্সুরেন্স কোম্পানির প্রতিযোগিতায় প্রটেকটিভ লাইফ ইন্সুরেন্স লিমিটেড এগিয়ে চলছে

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিযোগিতায় প্রটেকটিভ লাইফ ইন্সুরেন্স সততা ও বিশ্বস্ততার সাথে এগিয়ে চলছে। রবিবার (১১ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কালিহাতী প্রোটেকটিভ লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর কার্যালয়ে সরোজমিনে তার প্রমান দেখা যায়।

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলাধীন কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আয়েশা মেহরিন রিতাজ নামের শিক্ষা বীমার ১০০০/- (একহাজার) টাকা করে তিনটি চেক যথাক্রমে নভেম্বর, ডিসেম্বর’২৩ ও জানুয়ারি’২৪ তিন মাসের তিন হাজার টাকা প্রদান করেন। চেক প্রদান করেন প্রটেকটিভ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এজেন্সি ডিরেক্টর মো: আবুল কাশেম।
উল্লেখ্য ২০২৩ সালের ১লা মার্চ কালিহাতী উপজেলা হলরুমে তদানিন্তন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ হোসেন এর সভাপতিত্বে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির সম্মুখে লায়লা খানমের মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। চেক গ্রহণ করেন লায়লা খানমের নমিনি কালিহাতী উপজেলার কোকডহড়া ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *