নওগাঁয় ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪ সমাবেশ প্রতিযোগিতা প্রস্তুতি সভা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃগত ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার সন্ধ্যা সাতটায় “সমকাল সুহৃদ সমাবেশ”- নওগাঁ জেলা কমিটি আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব” নওগাঁ জেলা পর্যায়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। এতদুপলক্ষ্যে প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সভা জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ পরিবারের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব নওগাঁ জেলা পর্যায়ে প্রস্তুতি পরিষদের আহবায়ক রহমান রায়হানের সভাপতিত্বে ও সদস্য সচিব আরফাত রহমান হীমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। সভার সমন্বয়ক হিসেবে এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি কাজী মো: কামাল হোসেন। উক্ত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে ১০ম বিজ্ঞান বিতর্ক উৎসব নওগাঁ জেলা পর্যায়ে প্রস্তুতি পরিষদের সদস্য ১.সুবল চন্দ্র মন্ডল, ২. মোঃ মাসুদ রানা, ৩.বেলাল হোসেন, ৪.রাজিয়া সুলতানা রিক্তা, ৫.মাহবুবুল আলম আলো, ৬.আসমা আক্তার।এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ নওগাঁর সিনিয়র সদস্য সাংস্কৃতিক সংগঠক মোসাদ্দেক হোসেন ও মলয় চক্রবর্তী এবং সুহৃদ সমাবেশ নওগাঁর সদস্য ফারুক চৌধুরী। জহির রায়হান নওগাঁ পরিবারের পক্ষে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একুশ ও একাত্তর নওগাঁর সদস্য সচিব নূর নাহার সুষমা সাথী, জহির রায়হান নওগাঁ পরিবারের নাট্যশৈলী নওগাঁর সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম পলাশ।
প্রস্তুতি সভায় “১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪” নওগাঁ জেলা পর্যায়ে সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ বেশ কিছু প্রস্তাবনা গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *