দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায়ঃ ইং ০৭/০২/২০২৪ তারিখে এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হকদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ০০:১০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন কৃঞ্চপুর সাকিনস্থ জনৈক নুরুল ইসলাম এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর হতে জেলার শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেন কে ০১টা বিদেশি পিস্তল, ০২টা ম্যাগজিন, ০৩রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৬টা মাদক মামলা, ০১টা অস্ত্র মামলাসহ ০৭টা মামলা বিচারাধীন রয়েছে এবং ০১টা ওয়ারেন্ট মূলতবী রয়েছে।
আসামীর তথ্যঃ
(১) মারুফ হোসেন (৩৭), পিতা- রফিকুল ইসলাম, সাং- মহিষাডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ১টি সচল পিস্তল।
২। ২টি ম্যাগজিন।
৩। ০৩ রাউন্ড গুলি।
৪। ১টি মোটরসাইকেল।