নওগাঁয় চাল মজুদ করার অপরাধে দীনেশ চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর রাণীনগরে সরকার নির্ধারিত ধারণক্ষমতার বেশি চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে দীনেশ চন্দ্র নামে এক চাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলার পারইল গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।তিনি জানান, উপজেলার পারইল গ্রামে চাল ব্যবসায়ী দীনেশ চন্দ্রের বাড়িতে চাল মুজত করে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুত পাওয়া যায়।

অধিক মুনাফার আশায় চাল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী দীনেশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করেন সেই সম্পর্কে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।অভিযানের সময় রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *