দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি: পরিবার, সমাজ, দেশ ও জাতি বিধ্বস্তকারী মরণব্যাধি হচ্ছে মাদক” টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী সমাবেশে
টাঙ্গাইল ডিসি কায়ছারুল ইসলাম। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুপুরে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ সহস্রাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করা হয়েছে।
টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরি , জেলা শিক্ষা অফিসার রেবাকা সুলতানা, কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।
মাদক বিরোধী সমাবেশে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, পরিবার, সমাজ, দেশ ও জাতি বিধ্বস্তকারী মরণব্যাধি হচ্ছে মাদক, মাদক মানুষের চিন্তা শক্তিকে শেষ করে দেয়, মানুষের মেধাকে শেষ করে দেয়, মানুষের জীবনী শক্তিকে শেষ করে দেয়। তাই মাদকের ভয়বহতা সম্পর্কে আমাদের জানতে হবে।