দৈনিক তালাশ.কমঃশেরপুরের শ্রীবরদীতে বিজ্ঞ আদালত কর্তৃক মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ ।
গ্রেপ্তারকৃত বিজয় মহন্ত (২৪) শ্রীবরদী পৌর এলাকার মধ্যবাজার মহল্লার দিলীপ মহন্তের ছেলে।
৩ মার্চ রবিবার রাতে পৌর এলাকার উওর বাজার এলাকাতে ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে
এসআই সাইফুল মালেক ও এএসআই জুবায়েল
খান সঙ্গীয় পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উত্তর বাজার এলাকা থেকে বিজয় মহন্ত কে গ্রেফতার করে।
অপরদিকে রবিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া এলাকাতে জুয়া বিরোধী
অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায়
চরহাবর এলাকার এনামুল হকের ছেলে সাগর আলী (৩৮) ও ডাকরাপাড়া এলাকার জবেদ আলীর পুএ দেলোয়ার হোসেন (৩০)কে গ্রেপ্তার করেন।
ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সততা নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের বকশীগঞ্জ থানার
দায়ের কৃত মাদক মামলায় জামালপুরের
সিনিয়র জুডিশিয়াল প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বিজয় মহন্ত কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দীর্ঘদিন থেকেই গ্রেফতার এড়াতে বিজয় আত্মগোপনে ছিল।
অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
আটক ২ জোয়ারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।