দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক ২নংভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামের মৃত বুজনের ছেলে বলে জানা গেছে।রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, লক্ষীরামপুর গ্রামের জয়নালের স্ত্রী শিউলি খাতুন (৩০) নামে এক পথচারী এবং ওই ট্রাক্টরের অজ্ঞাতনামা এক হেলপার। এদের মধ্যে আহত হেলপারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা ।লক্ষীরামপুর গ্রামের দুলাল হোসেন জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুরের মোড় এলাকায় রাস্তার পাশে নিহত ভ্যানচালক তার ভ্যান দাঁড় করিয়ে খড়ি বোঝায় করছিলেন। এমতাবস্থায় বানডুবির ঘাট এলাকা থেকে আগত বেপরোয়া গতির বালু বোঝায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় শিউলি খাতুন (৩০) নামে এক পথচারী এবং ওই ট্রাক্টরের অজ্ঞাতনামা এক হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।