শেরপুরে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঁশকুড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দাশরা গ্রামের মৃত ননী গোপাল সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহা (৪২) ও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩০)।
জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মো. আবু বক্কর সিদ্দিক, এএসআই মো. আলমাছ হোসেন, এএসআই মো. আরিফুল ইসলাম, এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা বাশকুড়া গ্রামে অভিযান চালায়।
ওইসময় ডিবি পুলিশ পুলিশের আভিযানিক দল একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে গতিরোধ করে। ওইসময় সিএনজিটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১৩ বোতল মদসহ মাদক ব্যবসায়ী কার্তিক চন্দ্র সাহা ও মো. আব্দুল হালিমকে হাতেনাতে আটক করা হয়। ওইসময় জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে তারা জানায়, মদগুলো গাজীপুর পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় বৃহস্পতিবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আাইনে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *