দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাটসহ বেশ কিছু এলাকায় বহু আলোচিত নারী মাদক ব্যবসায়ী পারুলি ওরফে পারুলের (৪০) মাদক বানিজ্য চলছে হরদম।
একাধিক সূত্রে জানা যায়,প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই নাকি মাদক ব্যবসা পরিচালনা করে আসছে পারুলি ওরফে পারুল। নির্দিষ্ট সেলসম্যান দেলুর ধারা (৩২) সকাল থেকে মধ্যে রাত অবদি চলে পারুলের এই মাদক বানিজ্য।
জানা যায়,২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর রোজ রবিবার রাত ৭:৩০ মিনিটে মাসদাইর গুদারাঘাট মাদক ব্যবসায়ী পারুলকে নিজ বাসা থেকে ৭’শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
বহুবার ডিবি-পুলিশের কাছে এক ডজন মাদক মামলার আসামী পারুল মাদকসহ আটক হলেও জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।সে মাসদাইর গুদারাঘাট এলাকার গোলাম মোস্তফা রনির স্ত্রী।
সুযোগ সন্ধানী নারী মাদক ব্যবসায়ী পারুল নারী হওয়ায় অনেকটা নির্ভয়েই দেদারসে চালিয়ে যাচ্ছে মাদকের এই রমরমা বানিজ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানায়,পারুলের এই ধরনের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রশাসনের এমন নীরব ভূমিকায় হতাশ হয়ে পরেছেন এলাকাবাসী। তারা খুব দ্রুত পারুলের গ্রেপ্তারের দাবি জানায় এবং এলাকায় এই ধরনের মাদক বাণিজ্য বন্ধের দাবি জানায় প্রশাসনের কাছে।