দৈনিক তালাশ.কমঃ একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের নিকট লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৯/০১/২০২৪ তারিখ মোঃ নিজাম উদ্দিন কে স্বর্ণের মূর্তি দিবে বলে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা হাতিয়ে নেয়। এই সংক্রান্তে ভিকটিম এর স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-৩১/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০পেনাল কোড রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার পর মাননীয় পুলিশ সুপার মহোদয় চক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ প্রদান করলে ডিবি এর একটি টিম ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ইং ৩১/০১/২০২৪ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় প্রতারক চক্রের সদস্য মোঃ এমদাদুল হক (৪০), পিতা-মোঃ আব্দুর রাশিদ, মাতা-মোছাঃ আঙ্গুরা খাতুন, সাং-কুরসী পাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়।