দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সৌরেন বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় (মহাদেবপুর-বদলগাছী) কোন দালাল সিন্ডিকেট থাকবেনা। দালাল-সিন্ডিকেট আমি পছন্দ করি না। আমার কাছে কাউকে দালাল-সিন্ডিকেট ধরে আসতে হবে না। বদলগাছী-মহাদেবপুর উপজেলায় কারা দালাল ও সিন্ডিকেট তা আগে থেকেই আমার জানা ছিল। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এসে বদলগাছী-মহাদেবপুরের এই দালাল-সিন্ডিকেটগুলো ভাঙতে শুরু করেছি।’ বিকেলে এমপি সৌরেন তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ‘দলীয় নেতারা নেতার জায়গায় থাকবেন। তাঁদের কেউ অসম্মান করতে পারবেন না। আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্ত্রী-সন্তান, আত্মীয় স্বজনেরা কেউ কোন জায়গায় প্রভাব বিস্তার করবে না। সরকারের জ্যেষ্ঠ সচিব ছিলাম। এখন সংসদ সদস্য হয়েছি। আমার আসনের দুটি উপজেলার বদলগাছী ও মহাদেবপুরে হাট-ঘাটে কোনো টেন্ডারবাজী করতে দেবো না। সবকিছু নিয়মের মধ্যে চলবে। যদি কেউ হাট-ঘাটে টেন্ডারবাজী করার চেষ্টা করে তাঁদেরকে কঠোর হস্তে দমন করবো। দুটি উপজেলাকে স্মার্ট করার লক্ষে কাজ করবো। আবারও বলছি, কাউকে আমার কাছে দালাল-সিন্ডিকেট ধরে আসতে হবে না।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, বদলগাছী উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আ. জা. ম শফি মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সকিনা সিদ্দিক, সহ সভাপতি হেলাল উদ্দীন সরদার, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।এর আগে সকাল ১০টায় এমপি সৌরেন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।