দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর বাজারের কাচারীপাড়া নিবাসী, নওগাঁ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাড: দীপবিন্দু সাহা দোলন’দা আজ সকাল ০৯:৪৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে পরোলকে গমন করেছেন দিব্যান্ লোকান্ স্ব গচ্ছুত)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি অনেকদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর দাহকার্য্য মহাদেবপুর কেন্দ্রীয় মহাশ্মশানে চলছে।