খুলনা থানা পুলিশের অভিযানে ৬টি সিআর মামলার পলাতক আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃগত ২৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ (ছয়) টি সিআর মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ আলী ইমরান(৩০), পিতা-সৈয়দ সেলিম আক্তার, সাং-২৪ নং দক্ষিণ টুটপাড়া ওয়েস্ট সার্কুলার রোড, থানা-খুলনা, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে আসামী জামিন প্রাপ্ত হয়ে পলায়ন করে। বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী সৈয়দ আলী ইমরানকে সাজা প্রদান করে রায় ঘোষণা করে এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হওয়ার পর হতে সে অদ্যবধি পলাতক ছিলো। গ্রেফতার এড়াতে সে ঢাকা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় আত্মগোপন করেছিলো। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক মামলার বাদীদেরকে আসামী গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী সৈয়দ আলী ইমরান নিম্নবর্ণিত সিআর মামলা সমূহের পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামীঃ
১) দায়রা ১০৫৬/১৮, সিআর-১৮৪/১৮(সোনাডাঙ্গা মডেল থানা), ধারা-এনআইএ্যাক্ট-১৩৮
২) দায়রা ১০৭৮/১৮, সিআর-২৫৯/১৮(সোনাডাঙ্গামডেল থানা), ধারা-এনআইএ্যাক্ট-১৩৮
৩) এসসি-৪৭৫/১৯, সিআর-১০৪৫/১৮(খুলনা থানা), ধারা-এনআইএ্যাক্ট-১৩৮
৪) এসসি-২৭০০/২০১৯, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮
৫) এসসি-৩৪৪/১৯, সিআর-৯৬৩/১৮(খুলনা থানা),ধারা-এনআইএ্যাক্ট-১৩৮
৬) এসসি-৪৭৬/১৯, সিআর-১০৪৬/১৮(খুলনা থানা), ধারা-এনআইএ্যাক্ট-১৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *