দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত পিঠা উৎসবে নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উৎসবে লেডিস ক্লাবের সদস্যারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকম বাহারী পিঠা বানিয়ে পসরা সাজান। প্রধান অতিথি সেগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি আয়োজকদের প্রশংসা করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন কুমার প্রমুখ তার সঙ্গে ছিলেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।