দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার ( ২২ জানুয়ারি) রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ( রাজশাহী পদ্মা কনফারেন্স ) ডিআইজি আনিসুর রহমান শ্রেষ্ঠ ওসি হিসেবে মোজাফফর হোসেন এর নাম ঘোষণা করেন। এসময় তাকে ক্রেস্ট দেওয়া হয়। বিভিন্ন অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন , ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি , নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন এবং গতকাল রোববার জেলার মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন পত্নীতলা সার্কেল ( অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ ) মুহাম্মদ আব্দুল মমীন।পল্লীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন সকালের সময়কে বলেন, এই অর্জন আমার একার নয়। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগীদার। পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্য আরও উৎসাহ নিয়ে কাজ করে থানা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।