দৈনিক তালাশ.কমঃ ১) তারিখঃ ২১/০১/২০২৪ইং ২) সময় ১০:০০ ঘটিকা ৩) ঘটনাস্থলঃ গজারিয়া থানাধীন ভবেরচর কালিতলা গ্রামস্হ আাসামীর নিজ দখলীয় বসতঘর।
৪) বিষয়ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ উপ- পরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম স্যারের এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক শিবনাথ কুমার সাহা এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা।
৫) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ মোঃআলমগির হোসেন (৪৫) নামে ০১ জন অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করায় উপরোক্ত ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মুন্সিগঞ্জ হাতে নাতে আটক হয়।
৬) আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ ১) মোঃআলমগির হোসেন (৪৫), পিতা:মৃত দরবেশ আলী বেপারী, থানা: গজারিয়া জেলা:মুন্সিগঞ্জ ।
৭) আইনগত ব্যবস্থাঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় গজারিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন।