দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় মলিনা বেগম (৫০) ওরফে মলি নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড় ১২টার দিকে ২নং ভালাইন ইউনিয়নের আঁয়াপুর-পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাস ক্ষেত থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই নারীর লাশের পাশ থেকে একটি ব্যাগ,একটি পার্টস্, একটি সিম, একটি ছাতা এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে জানা গেছে।নিহত মলিনা বেগম (৫০) উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের মৈনম ফকিরপাড়া (ডাকাতের মোড়ের পাশে দিঘিরপাড়) গ্রামের মৃত জিয়ার ফকিরের মেয়ে এবং কাজেম পাগলার বোন । জীবিতাবস্থায় সে শ্রীরামপুর গ্রামের (সতীহাট বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে) মৃত উজ্জ্বল নামে এক ব্যাক্তির বাড়িতে থেকে অন্যের সাহায্য সহযোগীতা নিয়ে জীবিকা নির্বাহ করত । তার এক ছেলে প্যারামেডিকেলে পড়াশুনা শেষ করে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।স্থানীয় ইউ’পি সদস্য হারুন-অর-রশিদ বলেন শুক্রবার সকালে আঁয়াপুর পাগলিতলা মণ্ডপের (দক্ষিণ-পশ্চিম) পার্শ্বে আঁয়াপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজু আহমেদ ঘাস কাটতে গিয়ে বোরখা পরিহিত অবস্থায় ওই নারীর লাশ দেখতে পায়। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ সিআইডি ও পিবিআই এবং পুশিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মলিনা’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।