নওগাঁয় ছায়া বালা নামে বৃদ্ধা নারী ছাদ থেকে পড়ে মৃত্যু

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে বাড়ির দোতালার ছাদ থেকে পড়ে ছাঁয়া বালা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত খরগেশর খোকার স্ত্রী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন অরবিন্দু মন্ডল জানান, বিকেল ৪টার দিকে ছাঁয়া বালা শুকনো কাপড় তোলার জন্য ছাদে উঠেন। অসাবধানতাবশত: তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরের দুজায়গায় ভেঙ্গে যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *