আসুন আমরা আপনাদের সাথে খেলতে চাই-পিপি বুলবুল

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ আদালতের পাবলিক পসিকিউটর (পিপি) এড. মনিরুজ্জামান বুলবুল বলেছেন, আগামী ৩০ শে জানুয়ারি জেলা আইনজীবী সমিতি নির্বাচন। আজকে আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মিলিত পরিষদ পক্ষ থেকে আমাদের পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়ে‌ছি।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর দুইটায় নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বীর মু‌ক্তি‌যোদ্ধা সে‌লিম ওসমান বার ভব‌নের সামনে আওয়ামী লীগের প্যানেল ঘোষণা শেষে তিনি এসব কথা গুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, কিছুক্ষণ সু‌নে‌ছি আগে আমাদের বিএনপির বন্ধুরা নির্বাচন বর্জন করেছেন। ইতিমধ্যে আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আমিও তাদেরকে আহ্বান জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণ করুন দেখুন ও বলুন কোথায় নির্বাচনের পরিবেশ নাই এবং সেটা আপনারা দেখান।

আমরা চাই বিএনপির আইনজীবী বন্ধুরা আপনারা নির্বাচন অংশগ্রহণ করুন। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক এটা আমরা চাই। আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শুধু সুর মিলিয়ে বলতে চাই আসুন আমরা আপনাদের সাথে খেলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *