নওগাঁর মান্দায় সড়কে গাছের গুঁড়ি ফেলে বেরিকেড দিয়ে ডাকাতির

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মান্দায় গাছ কেটে সড়কে বেরিকেড দিয়ে প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা যানবাহনের চালকদের গলায় ছুরি ধরে জিম্মি করে টাকা পয়সা লুট করে নেয়।এসময় কয়েকজন চালককে মারধরও করা হয়েছে বলে জানা গেছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি -চৌবাড়িয়া সড়কে ডাকাতির এ ঘটনা ঘটে।ডাকাতদলের কবলে পড়া চিকিৎসক ফজলে রাব্বী বলেন, ‘রাজশাহীর তানোর উপজেলা সদরে মহানগর ক্লিনিকে একটি অপারেশন কাজ শেষ করে রাত ৩টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারে মিশাত ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দিই।

ভোর ৪টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের দফাদারের মোড়ের কাছে একদল ডাকাত আমার প্রাইভেটকারটি আটক করে। এসময় সড়কে একটি গাছ ফেলে বেরিকেড দেওয়া ছিল।’
ভুক্তভোগী চিকিৎসক ফজলে রাব্বী আরও বলেন, ‘ডাকাতসদস্যরা আমার গলায় চাকু ঠেকিয়ে মানিব্যাগে থাকা ৩৫ হাজার টাকা লুট করে নেয়। এসময় ৫ থেকে ৬টি যানবাহনে ডাকাতি করে তারা।সুযোগ পেয়ে আমি প্রাইভেটকারটি ঘুরিয়ে আবারও চৌবাড়িয়ার দিকে চলে যাই। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি। রোববার সকালে এবিষয়ে পুলিশ আমার কাছ থেকে জবানবন্দি নিয়েছে।’
আরেক ভুক্তভোগী ভটভটি চালক আফাজ উদ্দিন প্রামাণিক বলেন, ‘রোববার ভোররাতে ঘোনা বিলে মাছ নেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিই। পথে দফাদারের মোড়ের অদুরে বড়ব্রিজের কাছে ডাকাতদলের কবলে পড়ি।ডাকাতেরা আমার হাত বেঁধে গলায় চাকু ঠেকিয়ে দুটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। ডাকাতদল চলে যাওয়ার পর অন্যরা আমাকে মুক্ত করে।এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল সটকে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *