নওগাঁয় বিশেষ অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এরা হলেন, উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া সিংড়া গ্রামের বাসিন্দা ও ছাতড়া বাজারের বিশু হোটেল এন্ড রেস্টেুরেন্টের মালিক নাজমুল হুদা বিশু (৩৬) ও সাইফুল ইসলাম (৩৬)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই হোটেলের সামনে থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয় এবং ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা সাপাহার উপজেলার মাসুদ রানা (৪১) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *