দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁ জেলাসহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে। বুধবার ও বৃহস্পতিবার ১০-১১ জানুয়ারি এই তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি-১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১১ ডিসেম্বর এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ জেলার বদলগাছীতে স্থাপিত আবহাওয়া অধিদপ্তরের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। নওগাঁ।