দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ ৪৮-নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছি স্বতন্ত্র পদপ্রার্থী ট্রাক মার্কার কর্মী ভোটের আগের রাতে ১৫ হাজার টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মী আটক হয়েছে।ভোটের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
স্থানীয়দের সূত্রে জানা যায়, আগামীকাল ভোট। তাই টাকার বিনিময়ে ভোট কেনা হতে পারে এমন আশংকা করছিল স্থানীয়রা। তারইধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় আব্দুস সালাম চেয়ারম্যানের বাড়িতে টাকা লেনদেন হয়। কারাদণ্ডপ্রাপ্তরা চেয়ারম্যানের বাড়ি থেকে টাকা নিয়ে চাকরাইল নিমতলীর মোড় নামক স্থানে গিয়ে টাকা ভাগাভাগি করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মুঠোফোনে কালবেলাকে বলেন, আমার বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে কালবেলাকে বলেন, নির্বাচন উপলক্ষে ঘুষ গ্রহণের জন্য ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার গোলাম মওলা রাত ১১টার দিকে সংবাদমাধ্যমে লিখিতভাবে জানান, রাত সাড়ে ৮টায় বদলগাছি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দীন তরফদার (ট্রাক মার্কা) এর তিনজন কর্মী ভোটারকে নগদ টাকা প্রদানের সময় স্থানীয় লোকজন আটক করে খবর দিলে এসিল্যান্ড গিয়ে টাকাসহ তাদেরকে পায়। জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট করে তাদেরকে নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে ১৫ দিন করে জেল দিয়েছেন। জব্দকৃত ১৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।