দ্বাদশ জাতীয় নির্বাচন জানুয়ারি ২০২৪ উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

দৈনিক তালাশ.কমঃ ৭ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ই পৌষ, ১৪৩০ আজ ফরিদপুর জেলায় সর্বমোট ৬৫৪ টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ০৮.০০ ঘটিকা হতে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকায় শেষ হয়। সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর সাথে ছিলেন জনাব হাবিবুর রহমান, নির্বাচন অফিসার, ফরিদপুর। এ সময় জেলা পুলিশ ফরিদপুরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্রিজাইডিং অফিসারসহ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *