নওগাঁসহ সারাদেশ একযোগে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা আজ মাঠে নামছে

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁসহ সারাদেশ একযোগে ভোটকেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা আজ শুক্রবার মাঠে নামছেন। আজ থেকে মাঠে নামছেন ৬৫৩ বিচারিক হাকিমও। এর আগে ভোটের মাঠের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে ইসি। বৈঠকে বাহিনীগুলোর প্রধানরা মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোটাই ইসিকে অবহিত করেছেন। ইসির পক্ষ থেকেও তাদের সর্বশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের বলেন, প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী তারা পোলিং কালেকশনের সঙ্গে সম্পর্কিত থাকবেন। ওরা ভোটগ্রহণ করবেন। আরও এক লাখ স্ট্যান্ডবাই থাকবেন। ৯ লাখ আমাদের প্রস্তুত আছে।আর আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থা-আনসার, ভিডিপি, র‌্যাব এবং বিজিবি সব মিলিয়ে ৮ লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে আছেন। তারা মাঠে থাকবেন ভোট শেষ হওয়া পর্যন্ত। এটি একটি বেশ বড় কর্মযজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রায় ৩ হাজার ম্যাজিস্ট্রেট এবং জাজেস
ওনারাও কিন্তু মাঠে আছেন এবং থাকছেন। আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *