দৈনিক তালাশ.কমঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ২দিন বাকী থাকলেও নির্বাচন নিতিমালা অনুযায়ী আগামী ৫ জানুয়ারী সকাল ৮ টায় প্রচার প্রচারনার শেষ সময় হওয়ায় ৪ জানুয়ারী শেষ প্রচারনায় নারায়ণগঞ্জ সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স এ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের শেষ জনসভায় বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ঝরো হতে থাকে এর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ও নিবাচনী জনসমাবেশে যোগ দিতে কয়েক হাজার নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে পৌছে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমির, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, আকতার নুর, হোসেন রেজা, খায়রুদ্দিন মোল্লা, আলমগীর হোসেন আলম, মো: নাসির হোসেন, সুমন, মনির হোসেন,মুকিত রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।