নওগাঁয় মায়ের উপর অভিমান করে ট্রেনের নিচে আত্মহত্যা করেন কলেজ ছাত্র আরিফ

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর সান্তহারে ট্রেনে কাটা পড়ে সালমান জোবায়ের আরিফ (১৮) নামের এক এইচ এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্বাধীনতা মঞ্চের পাশে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত সালমান নওগাঁ জেলার সদর থানার দয়ালের মোড় চক এনায়েত মহল্লায় আব্দুল মান্নানের ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সালমান মোবাইল ব্যবহার করছিল। সামনে এইচএসসি পরীক্ষা থাকায় তার মা মোবাইল ব্যবহার করতে নিষেধ করে কেড়ে নেন। এরপর মায়ের উপর অভিমান করে রাত ৮টার দিকে বাহিরে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে সালমান। রাত ১১টার দিকে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ রায় বলেন, মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াই অভিমান করে এই কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *